নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ বিক্রির অভিযোগে রঞ্জণ বর্মণ নামে এক পেশাদার ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বাবুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্ত মো. ইকবাল হোসেনের তথ্যের ভিত্তিতে বাবুবাজারের হাজী রানী মার্কেটের চতুর্থতলায় ৯ নম্বর গোডাউন থেকে রঞ্জন বর্মণকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ১৩ হাজার ফেক্সোফাস্ট ট্যাবলেট, সাড়ে ৩ হাজার পিস অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট ও সাড়ে ৩ হাজার সেফট্রিয়াক্সন ইনজেকশন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা ওষুধগুলো রিমান্ডে থাকা ইকবাল বিভিন্ন পরিবহনের মাধ্যমে কুমিল্লা থেকে তার কাছে পাঠাতেন। পরে তিনি বিভিন্ন দোকানে সেগুলো বিক্রি করতেন।
গত ৯ নভেম্বর রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইকবাল হোসেন ওরফে রানাকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
বিএসডি/এফএ