নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মুগদা এলাকায় বিষপানে আহমেদ জামান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহতের শ্যালক নুর মোহাম্মদ বলেন বলেন, দুপুরে তিনি বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করা শুরু করেন। বমিতে কীটনাশকের মতো গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কী ধরনের কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
তিনি বলেন, জামান চৌধুরী দীর্ঘদিন যাবত বিদেশে ছিলেন, দেশে এসে কোনো কিছুই করছিলেন না। তিনি মুগদা থানার মানিক নগরের ১০৩/৩৬ বাসায় থাকতেন। তিনি দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানাকে জানানো হয়েছে।
বিএসডি/ এলএল