নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী (৬৫) খুন হয়েছেন। এতে আহত হন মোহাম্মদ আলীর ছেলে জুয়েল রানা (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
শুক্রবার (২০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার সময় মোহাম্মদ আলী মারা যায়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চকবিরহী মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তৌহিদুর রহমান।
জানা যায়, মোহাম্মদ আলী উপজেলার চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের আব্দুল মতিনের সাথে মোহাম্মদ আলীর কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার রাত ৮টার সময় মোহাম্মদ আলী চকবিরহী গ্রামের মোড়ে বসে ছিলেন। ওই সময় রফিকুল ইসলাম ও তার ছেলে আব্দুল মতিন ধারালো ছুরি নিয়ে প্রথমে মোহাম্মদ আলীকে আঘাত করে।
সে সময় মোহাম্মদ আলীর ছেলে জুয়েল রানা এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করলে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। শুক্রবার সকাল ৭টার সময় কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার তদন্ত ওসি তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।
বিএসডি/আইপি