নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছেন। এই দুজনই পাবনা জেলার বাসিন্দা। শুক্রবার (২৯) অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে শনিবার (৩০) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ২ জন রোগী মারা গেছেন।
বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২ জন, নাটোরের ৭ জন, নওগাঁর ৫ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার একজন, দিনপুরের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ২ জন।
এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬ জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ২ দশমিক ১৩, নাটোরে ৫ দশমিক ২৬ এবং জয়পুরহাটে ৩ দশমিক ৪৫ শতাংশ।
বিএসডি /আইপি