ডেস্ক নিউজ-
মঙ্গলবার (৬জুলাই) রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ২৮ জন যাত্রী ছিলেন।
এএন২৬ নামের বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল পেত্রোপাবলোস্ক থেকে কামচাটকা পেনিসুলার দিকে যাত্রা করছিল। যাত্রাপথে বিমানের সঙ্গে কর্তৃপক্ষের আন্তসংযোগ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, বিমানটির কিছু সময় পরেই ল্যান্ডিং করার কথা ছিল, তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে ঘটনাটির ক্ষেত্রে দু’রকমের জল্পনা কল্পনা ভেসে বেড়াচ্ছে। এক পক্ষ বলছে , বিমানটি সম্ভবত সমুদ্রে নিমজ্জিত হয়েছে। অন্য পক্ষ বলছে , সেটি হয়ত পলানা শহরের কাছাকাছি কোন কয়লার খনিতে ভূপাতিত হয়েছে।
ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে উদ্ধার ও খোঁজ কার্যক্রম শুরু হয়েছে। দুটি হেলিকপ্টার বিমানটির চলাচলের পথ ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশিতে কাজ করছে।
বিমান দুর্ঘটনার জন্য বিশ্বে রাশিয়ার নাম তালিকার উপরের স্থানে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিমানের ট্র্যাফিক নিরাপত্তার বিষয়টি উন্নত করেছে। তবে বিমানের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বড় বিমান দুর্ঘটনাটি ঘটে ২০১২ সালের মে মাসে। সুখোই সুপারজেট নামের একটি বিমান মস্কো বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেই দূর্ঘটনায় ৪১ জন মারা যান।
আইডি/সাজ্জাদ