খেলাধূলা ডেস্ক:
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিসকো পাকো গেন্তো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মঙ্গলবার ক্লাব ইতিহাসের অন্যতম কিংবদন্তিকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।
বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ সভাপতি ও বোর্ড পরিচালকেরা ফ্রান্সেসকো গেন্তোর মৃত্যুতে শোকাহত। তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সভাপতি এবং বিশ্ব ফুটবল ও আমাদের ক্লাবের অন্যতম কিংবদন্তি।’
১৯৫৩-৭১ সাল পর্যন্ত অর্থাৎ ১৮ বছর রিয়ালের জার্সিতে খেলা গেন্তো ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৬টি ইউরোপিয়ান কাপ জেতার কীর্তি গড়েছিলেন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৬০০ ম্যাচে মাঠে নেমে এই লেফট উইঙ্গার ১৮২ গোল করেছিলেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ১২টি লিগ শিরোপা, ২টি কোপা দেল রে এবং ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন।
স্পেনের জাতীয় দলের জার্সিতে ৪৩ ম্যাচ খেলেছিলেন গেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপেও স্পেনের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
ক্লাবের হয়ে গেন্তোর ২৩টি শিরোপা জয়ের রেকর্ড ৫০ বছর অক্ষুণ্ণ ছিল। সম্প্রতি রিয়ালের স্প্যানিশ সুপার কাপ জেতার মাধ্যমে যে রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্লাব অধিনায়ক মার্সেলো।
স্পেনের রাজধানীতে পাড়ি জমানোর আগে রেসিং সান্তান্দার হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন গেন্তো।
ক্লাবের কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে গেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।
বিএসডি/ এলএল