আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ সভায় প্রস্তাবনা তোলা হয়। এতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে তৃতীয়বারের মতো ইউক্রেন ইস্যুতে তোলা প্রস্তাবনায় অংশগ্রহণ থেকে বিরত থাকলো ভারত। দেশটিকে এ ইস্যুতে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের এই উত্তেজনার মধ্যে অনেকটা শীতল আচরণ করছে ভারত। দেশটি চাইছে সব পক্ষের সঙ্গে সম্পর্কের সামঞ্জস্য বজায় রাখতে। কিন্তু এই নীতিতে নাখোশ পশ্চিমারা। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ইউক্রেন ইস্যুতে কোনো পক্ষ নেবে কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সূত্র: বিবিসি।
বিএসডি/ এফএস