নিজস্ব প্রতিবেদক:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, আত্মহনন করা বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের ওই শিক্ষার্থীর নাম তানভীর আহমেদ তুষার। তিনি অর্থনীতি বিভাগে পড়তেন। গলায় ফাঁস নেয়ার আগে তিনি এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।
সাহেবগঞ্জ বাজারের বাড়ির নিজ ঘর থেকে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তুষারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, তুষার অনলাইনে জুয়া খেলতেন। সম্প্রতি মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের জন্য বাবার কাছ থেকে ৬ হাজার টাকা নেন। কিন্তু তিনি ফরম পূরণ করেননি। ফরম পূরণের কথা বলে এক বন্ধুর কাছ থেকেও টাকা নেন তিনি।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদ বলেন, তুষার অনেকের কাছ থেকে টাকা ধার নিতেন কিন্তু শোধ করতেন না। পাওনা টাকা পরিশোধের জন্য তাকে অনেকেই চাপ দিচ্ছিলেন।
ছেলের মৃত্যুর বিষয়ে কথা বলতে চাননি তুষারের বাবা মহসিন আলী।
বিএসডি / আইকে