স্পোর্টস ডেস্ক:
টালমাটাল ম্যানচেস্টার ইউনাইটেডকে পথ খুঁজে দিতে ত্রানকর্তা হওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরই। তিনি হলেনও সেটি। চ্যাম্পিয়ন্স লিগ এলেই হয়ে ওঠেন অপ্রতিরোধ্য, হলেন ভিয়ারিয়ালের বিপক্ষেও। গোল করলেন, দলকে ম্যাচ জেতালেন, হলেন ম্যাচসেরাও।
প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পৌঁছে গেছে শেষ ষোলোতে। ভারপ্রাপ্ত কোচ মাইকেল কেরিকের অধীনে এদিনই প্রথম খেলতে নেমেছিল ইংল্যান্ডের ক্লাবটি। এর আগে ওলে গানার সোলশেয়ারকে বরখাস্ত করে তারা।
ইউনাইটেডে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন রোনালদো, গোল পেয়েছেন সবগুলোতেই। ভিয়া রিয়ালের বিপক্ষে আরেকটি গোল করেছেন জর্ডান সাঞ্চো। ওয়ার্ডফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে আগের ম্যাচে হেরেছিল ইউনাইটেড।
ওই ম্যাচের একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামেন ভারপ্রাপ্ত কোচ মাইকেল কেরিক। প্রথমার্ধে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেলে। সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। গোলশূন্য স্কোর রেখে বিরতিতে যায় দু দল।
বিরতি থেকে ফিরে খেলার আক্রমণে ধার বাড়ে কিছুটা। ৫৯ মিনিটে মানে ট্রিগিউরোসের প্রচেষ্টা দুর্দান্তভাবে প্রতিহত করেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ধীরে ধীরে স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে।
তখনই ব্রুনো ফার্নান্দেজ ও মার্কোস রাশফোর্ডকে ৬৬ মিনিটে বদলি হিসেবে নামান কেরিক। এই বদল কাজে লাগে জাদুর মতো। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ৭৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন রোনালদো। বক্সের বাইরে থেকে তার জোড়ালো শট জালে জড়ায়।
এরপর ম্যাচের ৯০তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের সহযোগিতায় ইউনাইটেডের হয়ে বহুল প্রতিক্ষীত গোলটি পান চলতি মৌসুমে ক্লাবটিতে যোগ দেওয়া সাঞ্চো। ২ গোলের স্বস্তির জয় নিয়ে ছাড়ে ইউনাইটেড। গত বছরের অক্টোবরে পিএসজিকে হারানোর পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ জিতেছে তারা।
বিএসডি/এসএসএ