নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর কামরাঙ্গীরচর ও শ্যামপুর এবং নারায়ণগঞ্জের বন্দর এলাকা হতে ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ ৩ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব এর একটি আভিযানিক দল ।
গত (৫ জুলাই) দুপুর ১২ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ঝাউচর লবন ফ্যাক্টরী গলির সেভেন মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুল ইসলাম পারভেজ (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ-(দুই হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন দুপুরে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে দুইশত পঞ্চাশ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- তিনশত পঁচাত্তর টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ সন্ধ্যায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম হাফেজা বেগম (৪৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- তেইশ হাজার নয়শত নব্বই টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কামরাঙ্গীরচর ও শ্যামপুর এবং নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢাকা/এমএস/এমএম