ক্রীড়া ডেস্ক,
নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এগিয়েছে সদ্য কোপা জয়ী আর্জেন্টিনা। অন্যদিকে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের।
চার ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ে এখন ১৮৮ নম্বরে অবস্থান করছে জামাল ভূঁইয়ারা। অন্যদিকে পাশের দেশ ভারত রয়েছে ১০৫ নম্বরে।
র্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছে বেলজিয়াম। তবে ইউরোর বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে ফ্রান্সকে। তাদের টপকে গেছে ব্রাজিল। র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড আর ৫ম অবস্থানে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
কোপা আমেরিকার শিরোপা জয়ের সুবাদে ৭২ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উল্টো চিত্র স্পেন আর পর্তুগাল শিবিরের। স্পেনকে (৭) টপকে গেছে ইতালি (৫) ও আর্জেন্টিনা। আরও হতাশাজনক পরিবর্তন ঘটেছে পর্তুগালের (৮)। তিন ধাপ নিচে নেমেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
এর আগে ৯ নম্বরে ডেনমার্ক থাকলেও এখন তা মেক্সিকোর দখলে। ব়্যাঙ্কিংয়ের বড় ধরণের উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রের। ২০ থেকে তারা উঠে এসেছে দশে। উরুগুয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও ক্রোয়েশিয়ার মতো তারকাবহুল দলগুলো সেরা দশের বাইরে অবস্থান করছে।
বিএসডি/আইপি