ঢাবি প্রতিনিধি,
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। বিধি ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকসহ তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদও উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিশ্ববিদ্যালয়ের তিনজনকে জরিমানা করা হয়। তাদের মধ্যে একজন শিক্ষক ছিলেন। তার পরিচয় জানা যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন ঢাবির আধুনিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএল) সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান, কয়েকজন দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। তাদের কেউ মাস্ক পরেননি। ঘরের বাইরে থাকার কারণ জানতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন। মাস্ক না পরায় দুজনকে ২০০ টাকা করে ও একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বনী বলেছেন, ‘মোবাইল কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। ম্যাজিস্ট্রেট যা করেছেন, তা সঠিক। এখন ইমারজেন্সি সময় চলছে। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে অবস্থান করা আইনবহির্ভূত। এ বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল কোর্ট পরিচালনাকে ভিন্নভাবে নেওয়ার সুযোগ নেই।’
বিএসডি/এমএম