ব্যাট হাতে তিনি ফর্মে নেই অনেকদিন ধরেই। তবুও লিটন দাসেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর থেকে লিটন সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন আরও বেশি। ব্যাট হাতে বড় রান তো পাননি, তার উপর ছেড়েছেন দুটি সহজ ক্যাচ। এই দুটি ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
এবারের বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে ১৬ ও ১ রান করেন লিটন। প্রথম রাউন্ডের তিন ম্যাচে যথাক্রমে ৫, ৬ ও ২৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে করেন ১৬ বলে ১৬ রান।
এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে হতাশ সবাই। লিটনকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবিটাও উঠেছে জোরেশোরে। পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরামও বুঝতে পারছেন না, লিটন কেন একাদশে আছেন।
ওয়াসিম বলেছেন, ‘লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে সে খেলেছে সেখানেও সে রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও সে করছে না। আমি জানি না সে দলে কেনো আছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে রোববার সুপার টুয়েলভের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ১৭২ রানের লক্ষ্য দিয়ে ৮০ রানের ভেতর ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। ওয়াসিমও মনে করেন, ভালো খেলেছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজাহর উইকেটে তারা ১৭০ এর বেশি রান করেছে। শারজাহর উইকেট লো স্কোরিং, আইপিএলেও লো স্কোরিং হয়েছে। এরপর শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলেও দিয়েছিল।’
এই কিংবদন্তি আরও বলেন, ‘৮০ এর মধ্যে ৪ উইকেট ফেলে দেওবার পর আসালাঙ্কা ও রাজাপাকশে থামেনি, শট খেলে গেছে। তখন না মেরে যদি ব্লক করত তাহলে দল প্রেশারে এসে যেতো। তবে তারা দুজন তা হতে দেননি। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়েছেন, দারুণ খেলেছেন তারা।’
বিএসডি/এসএসএ