ক্রীড়া ডেস্ক,
প্রথম নারী সাঁতারু হিসেবে ৮০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে টানা তিন অলিম্পিকে স্বর্ণপদক জেতার অনন্য কীর্তি গড়েছেন কেটি লেডেকি। শনিবার সাঁতারের রানি পানিতে নেমে জিতেন ৮০০ মিটার ফ্রি স্টাইলের স্বর্ণপদক।
এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিও ডি জেনারিওতে এ ইভেন্টে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছিলেন লেডেকি। স্বর্ণপদক জিততে লেডেকি হারিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আরিয়ার্ন টিটিমাসকে। লেডেকি সময় নিয়েছেন ৮ মিনিট ১২.৫৭ সেকেন্ড। ১.২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে টিটিমাস রৌপ্যপদক পেয়েছেন। সিমোনা কুয়াদারেল্লা তৃতীয় হয়েছেন ৮ মিনিট ১৮.৩৫ সেকেন্ড সময় নিয়ে।
সব মিলিয়ে লেডেকির এটি দশম অলিম্পিক পদক। যেখানে স্বর্ণপদকই আছে সাতটি। ২০২৪ অলিম্পিকেও খেলার আগ্রহ আছে লেডেকির,‘এটা মোটেও আমার শেষ পুলে নামা নয়। আমি ২৪-এ দাঁড়িয়ে আছি। ২৮ পর্যন্ত পুলে কাটাতে চাই।’
দুদিন আগে সাঁতারের নতুন ইভেন্ট ১৫০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম স্বর্ণপদক পান লেডেকি। এর আগে মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইলে আরিয়ার্ন টিটিমাসের কাছে হেরেছিলেন তিনি।
বিএসডি/আইপি