নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রায়েরবাজারে পরিত্যক্ত মার্কেটে অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ মঙ্গলবার (১৫ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চালান।
অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য নির্মিত র্যাম্পটি অভিযানে ভেঙে দেওয়া হয়। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু সেড ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
বাজারের পরিত্যক্ত ভবনটিতে সতর্কীকরণ বার্তা লেখা ব্যানার টাঙিয়ে দেয় ডিএনসিসি। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।
বিএসডি/এফএ