বর্তমান সময় ডেস্ক
নতুন প্রজন্মসহ দেশবাসীকে জাতির পিতার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী প্রয়াসে শপথ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পরিচালনা করেন। এতে রাজধানীর শিল্পকলা একাডেম প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচারের (লাইভ টেলিকাস্ট) মাধ্যমে শপথ গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা দৃপ্তকণ্ঠে উচ্চারণ করেন, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।’
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের নির্দেশনায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকায় অবস্থিত সকল দফতর-সংস্থার প্রায় শতভাগ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি সম্প্রচারিত ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠানমালা উপভোগ করেন।
উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সরাসরি সংসদের দক্ষিণ প্লাজা থেকে অংশগ্রহণ করেন।
এসএ