নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় রান্নাঘরের বালতির পানিতে পড়ে সাফওয়ান নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুর নানার বাড়িতে মাওলানা ইসাহাক আলীর বাড়িতে রান্নাঘরে রাখা বালতির পানিতে সে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাফওয়ান শরণখোলা উপজেলার একই ইউনিয়নের বগী এলাকার দিনমজুর শাহিনের ছেলে।
সাফওয়ানের মামা ইব্রাহীম হোসেন জানান, ১০ থেকে ১২ দিন আগে তার বোন আয়শা বেগম দুই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ি বেড়াতে আসেন। রোববার সকাল ১০টার দিকে সাফওয়ানকে রেখে তার বোন কাজে যান। সেই ফাঁকে সাফওয়ান হামাগুড়ি দিয়ে রান্নাঘরের বালতির পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সাফওয়ান নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
বিএসডি /আইপি