ডেস্ক রিপোর্ট
জনপ্রিয় কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে তিনি খেতে পারছেন না। কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেগেটিভ এলেও শরীরে জ্বর আছে। এ ছাড়া, গ্লুকোমার কারণে দীর্ঘ দিন ধরে দেখতে অসুবিধা হচ্ছে।
আজ রোববার সকালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একা থাকি, নিজের খেয়াল রাখতে, চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও রয়েছে। এর মধ্যে কয়েক দিন আগে জ্বর এলে ভয় পেয়ে যাই। দ্রুত করোনা পরীক্ষা করাই। গতকাল বিকেলে রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসার জন্য বিএসএমএমইউতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
বিএসডি/এমএম