নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। পুরো শাহবাগ জুড়ে বিক্ষোভকারীরা অবস্থান করায় বিকেল থেকেই জান চলাচল বন্ধ। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।
শুক্রবার (৯ মে) বিকেল থেকে সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজট লক্ষ করা যায়। গণপরিবহনগুলো বিকল্প রাস্তা হিসেবে কাঁটাবন ও নীলক্ষেত-নিউমার্কেট সড়ক ব্যবহার করছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক রিকশা ও প্রাইভেটকারের আধিক্য লক্ষ্য করা গেছে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় সড়কে যান চলাচল কিছুটা কম। তা সত্ত্বেও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া খেটে খাওয়া মানুষদের যানজটে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পথচারীকে পেয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এমনই এক পথচারীর আফজাল হোসেনের সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। স্ত্রী সন্তানসহ তিনি যাবেন খিলক্ষেত। তিনি বলেন, শাহবাগ ব্লকেডের কারণে এদিকে কোনো বাস পাচ্ছি না। এখন হেঁটে বাংলামোটরে দিকে যেতে হবে। ওখানে গিয়ে যদি কোনো বাস পাই এ আশা এখন পর্যন্ত।
শাহবাগ ব্লকেড থাকায় রিকশাচালকদেরও ভোগান্তিতে পড়তে দেখা গেছে। এক রিকশাচালক বলেন, না জেনে যাত্রী নিয়ে এদিকে চলে এসেছি। আবার ফিরে গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে।
এখন পর্যন্ত সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউমার্কেট এলাকায় তীব্র যানজট দেখা গেছে।