নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ এর একটি দল আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে নাটোরের লালপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হযরত আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে।
নাটোর র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হযরত আলী মাদরাসার সপ্তম শ্রেণি পড়ুয়া ২ শিক্ষার্থীকে কাগজপত্র ভুলে হয়েছে বলে ঠিক করার জন্য মাদরাসায় ডাকেন। ২ শিক্ষার্থী মাদরাসার অফিস কক্ষে এলে একজনকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিয়ে আরেকজনকে ধর্ষণের চেষ্টা করেন।’
তিনি বলেন, ‘সেই শিক্ষার্থীর পরিবারের লোকজন সামাজিক মর্যাদা ও মান সম্মানের কথা চিন্তা করে বিষয়টি চেপে রাখলেও পরবর্তীতে বিষয়টি প্রকাশ পায়। পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার মামলা করেন।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হযরত আলী ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। অভিযুক্তকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
বিএসডি/ এলএল