স্টাফ রিপোর্টার
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে সরকারের উদ্যোগে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলায় ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের উদ্যোগে ভৌত অবকাঠামো ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, ওয়াশরুম নির্মাণ ও নলকূপ স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই আরো কমে আসছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁঞা প্রমুখ।
বিএসডি/এমএম