নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত্যু বঙ্গবন্ধু জনপ্রিয়তা ও শক্তি অনেক বেশি। বঙ্গবন্ধুর ভালোবাসায় স্মরণীয় হয়ে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
সোমবার বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতির শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মরদেহ নিয়ে আবদুস সোবহান গোলাপ বলেন, জিয়াউর রহমানের যে মরদেহ নিয়ে আসা হয় চন্দ্রিমা উদ্যানে তখন জেনারেল এরশাদ কফিন খুলে দেখতে পান আর্মিদের কম্বাট ড্রেস পরা। জিয়াউর রহমান তো রাষ্ট্রপতি তার এ ড্রেস থাকার কথা নয়। এটা যে জিয়াউর রহমান না, এরশাদ নিজেই বলেছেন।
তিনি বলেন, মিথ্যাচার করে বিএনপি লাখ লাখ মানুষকে জানাজায় নিয়ে এসেছে। বিএনপি মিথ্যার উপর রাজনীতি এখনো করছে। বঙ্গবন্ধুর রক্তের উপরে পা দিয়ে, সাধারণ মানুষের রক্তের উপরে পা দিয়ে ক্যান্টনমেন্ট বসে সরকারি টাকায় বিএনপি গঠন করেছে।
দলীয় নেতাকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, করোনার এই দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকার দেশে আনাচে-কানাচে ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেব, সেই কার্যক্রম অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, আজকে বিরোধী দল বিএনপি শেখ হাসিনার সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে সমালোচিত করার জন্য, সরকারের পতনের জন্য তারা মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা চোখকান খোলা রাখবেন। কোনো অপশক্তি যেন উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে। কোনো ষড়যন্ত্র যেনো জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ভ্রষ্ট করতে না পারে। সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে।
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আবুল বাশার, মুহাম্মদ আলম, গিয়াস উদ্দিন খান, মো. ইউনুস প্রমুখ।
বিএসডি/এমএম