নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তোয়াজ করার ফল ও পরিণতি কখনোই শুভ হয় না। এজন্য শেখ হাসিনার সরকার তোয়াজ করার সংস্কৃতি পছন্দ করে না, এই সরকার চায় সর্বক্ষেত্রেই স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।
বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সনের ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় রত ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনো ভুলে যায়নি। তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, কাজেই যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়, তখন আমার ভয় হয়। কারণ, সেই ১৫ আগস্টের পূর্বেই মানুষ দলে দলে ফুল নিয়ে ও মিছিল করে এসেছিল।
ওবায়দুল কাদের বলেন, অনেকে এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে স্লোগান দেয় এবং প্রশংসা করে। এটা কি তাদের মনের কথা?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে। রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর সরকারি কর্মকর্তারা তা বাস্তবায়ন করবেন।
সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. খাইরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা।
বিএসডি/এমএম