বর্তমান সময় ডেস্ক:
শীতের হাওয়া বইতে শুরু করেছে। দেশজুড়ে কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার রাতে শুরু হতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। রবিবার রাতে তাপমাত্রা কমে ৮ থেকে ৬ ডিগ্রিতে নেমে যেতে পারে। তা থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত।
সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
বিএসডি/ এলএল