নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর পুরাতন পশ্চিমপাড়ায় শোয়ার ঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে বাগাতিপাড়া থানার পুলিশ। লাশ দুটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে।
নিহত দুজন হলেন জামনগর পুরাতন পশ্চিমপাড়ার মৃত বয়তুল্লাহ প্রামাণিকের ছেলে আমীর হোসেন (৭০) ও তাঁর স্ত্রী আলেকা বেগম (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আমীর হোসেন দম্পতির একমাত্র ছেলে মো. আলতাফ হোসেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর একমাত্র নাতিকে নিয়ে তাঁরা বাড়িতে থাকতেন। শনিবার সকাল সাতটায় নাতি কাজে বের হওয়ার সময় শোয়ার ঘরে দাদা-দাদিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, রাতের কোনো এক সময় ভোঁতা অস্ত্র (মুগর বা লাঠি) দিয়ে মাথায় আঘাত করে ওই দম্পতিকে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।