স্পোর্টস ডেস্ক:
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য পাকিস্তান। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত তারা। সুপার টুয়েলভ পর্বের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। পাকিস্তানের এমন সাফল্যের মূলে তাদের ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিং- সব বিভাগেই ছন্দে আছেন খেলোয়াড়রা। পরিপূর্ণ দল হিসেবেই প্রতিপক্ষ বধে মাঠে নামছে তারা।
সুপার টুয়েলভ পর্ব শেষ করে পাকিস্তানের সামনে এবার সেমিফাইনালের চ্যালেঞ্জ। যেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমের দল। তবে এ ম্যাচে ওপেনার মোহাম্মদ রেজওয়ান ও অলরাউন্ডার শোয়েব মালিককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। গতকাল (বুধবার) জ্বরের কারণে অনুশীলন করতে পারেননি এ দুজন। যদিও করোনা টেস্টে দুজনই ছিলেন নেগেটিভ। তবে শঙ্কা ছিল সেমিফাইনালে অজিদের বিপক্ষে তাদের খেলা নিয়ে।
সে শঙ্কা উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রিজওয়ান ও মালিক দুজনই ফিটনেস টেস্টে পাশ করেছেন। আজ (বৃহস্পতিবার) ফাইনালে উঠার মঞ্চে মাঠে নামতে বাধা নেই তাদের।
চলতি আসরে মালিক-রিজওয়ান দুজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতেও রেখেছেন বড় ভূমিকা। সেমিতেও দল তাকিয়ে থাকবে এই দুই পারফর্মারের দিকে। মালিক ও রিজওয়ান ফিট হয়ে ওঠায় পাকিস্তানের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। চলতি আসরে পাকিস্তান সবকয়টি ম্যাচ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।