নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন।
সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলার সভাপতি মর্জিনা পারভীন। পরিচালনা করেন মহিলা সংস্থার জেলার প্রশিক্ষক সাবিয়া সুলতানা।
মানববন্ধনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকেই নারীদের সংরক্ষিত ৫০ আসনকে বৃদ্ধি করে ১০০ করার দাবি জানান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন নারীরা। শুধু সংসদেই পুরুষের তুলনায় নারীর প্রতিনিধিত্ব কম। এখানেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এ জন্য অন্তত ১০০ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে হবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির রাজশাহী মহানগরের সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, মহিলা আওয়ামী লীগের নেত্রী ইফফাত আরা কামাল, নূরজাহান সরকার, আইনজীবী দিল সেতারা চুনি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।
বিএসডি/এফএ