নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর থেকে সকাল ৬টা এবং সাড়ে ৬টায় ছেড়ে আসা দুটি লঞ্চ সকাল ১০টায় এসে সদরঘাট ১৩ নম্বর টার্মিনালে পৌঁছে। রোববার (১ আগস্ট) এমভি ঈগল-৭ এর সারেং (মাস্টার) আবদুল মোতালেব বলেন, দুটি লঞ্চ সকাল ১০টায় এসে সদরঘাট ১৩ নম্বর টার্মিনালে পৌঁছেছে। এক হাজারের মতো যাত্রী ছিলো।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে যদি সরকারিভাবে লঞ্চ চলাচলের ঘোষণা হতো, তাহলে ঢাকায় ফেরা মানুষদের ভোগান্তি হতো না। বেশকিছু লঞ্চ বিভিন্ন জেলা থেকে এই সময়ের মধ্যে ঢাকায় যাত্রী নিয়ে আসতে পারতো।
এছাড়া আরও কয়েকটি লঞ্চ নির্ধারিত সময়ের মধ্যে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটে আসবে বলেও জানান তিনি। উল্লেখ্য, শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানায়, শিল্প কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত শিল্প কারখানার শ্রমিকদের ঢাকায় ফেরার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসডি/এমএম