আন্তর্জাতিক ডেস্ক:
নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাস্তায় রাস্তায় বসেছে সিসিটিভি। অনেক বাসেও রয়েছে সিসিটিভি। লক্ষ্য একটাই সবার নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধ হলে দ্রুত অপরাধীকে চিহ্নিত করে আটক করা। আর সেই কারণেই পশ্চিমবঙ্গে সব ছোট গাড়িতে সিসিটিভি রাখার দাবি তোলা হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলাও।
গাড়িতে সিসিটিভি লাগালে যাত্রী নিরাপত্তা অনেক সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। চলন্ত গাড়িতে বহু ক্ষেত্রেই নারীদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। সিসিটিভি লাগালে তার ফুটেজ থেকেই পাওয়া যাবে এধরনের কুকর্মের প্রমাণ। চিহ্নিত করা যাবে অভিযুক্তদের।
পাশাপাশি অনেকক্ষেত্রে গাড়ি আটকে চাঁদার তোলার ঘটনা সামনে এসেছে। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সেক্ষেত্রেও কাজে আসবে। এক কথায় কোনো অপরাধ হোক বা যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করাই হোক, গাড়িতে সিসিটিভি লাগালে, তার সুফল মিলবেই। এমনটাই মনে করছেন মামলাকারী।
মামলাকারীর দাবি, গাড়িতে সিসিটিভি থাকলে কোনো ঘটনার তদন্তের জন্য পুলিশ ও কর্মকর্তাদের সুবিধা হবে। বেপরোয়া গাড়ি চালানোতেও লাগাম টানা যাবে। তাই সব ছোট গাড়িতে সিসিটিভি লাগানোর দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা করা হয়েছে।
বিএসডি/ফয়সাল