আর্ন্তজাতিক ডেস্ক:
ইউক্রেনে চতুর্থ দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। রাশিয়ার দাবি তারা ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল নিয়েছে। একই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে, ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সারা বিশ্বের মানুষকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সিএনএনের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রবিবার এক বিবৃতিতে জেলেনস্কি রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি নিজেদের রক্ষা করার সাহস থাকার জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন।
ভাষণে জেলেনস্কি বিশ্বের সকল নাগরিক, ইউক্রেনের বন্ধু, শান্তি ও গণতন্ত্রকে সম্বোধন করে বলেন, যে কেউ ইউক্রেন, ইউরোপ ও বিশ্বের প্রতিরক্ষায় যোগদান করতে চাইলে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সাথে সাথে লড়াই করতে পারে।
বিএসডি/ এফএস