নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য পদপ্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় আবারও হয়েছে ভোটগ্রহণ।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোর সকাল থেকেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। গোকর্ণ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাতজন সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১নং ওয়ার্ডের গোকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ৩৪০৫ ভোটারের মধ্যে ২৪৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে অনুপস্থিত ভোটার সংখ্যা ৮২৫ জন। প্রাপ্ত ভোট থেকে বাতিল হয় ৮১ ভোট। ভোট গণনায় মাসুদুর রহমান (মোরগ) এবং মোহাম্মদ আবুল হোসেন (টিউবওয়েল) সমানসংখ্যক (৪৯০) ভোট পান।
প্রিসাইডিং অফিসার ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাহবুব আলম বলেন, সকালে থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।