রাজনৈতিক প্রতিবেদক
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, সরকারের পক্ষে এত লোককে চাকরি দেওয়া সম্ভব না। সরকার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা দিয়েছে। এখন আপনাদের উচিত স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা।
তিনি আরও বলেন, স্বাবলম্বী হতে হলে কষ্ট করতে হবে। আপনাদের প্রতি আহ্বান থাকবে নিজেরা খেটে খান, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। যাতে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে বরিশাল সদর উপজেলার গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মুজিববর্ষ উপলক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। গত ১০ বছরে প্রধানমন্ত্রী দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে তা সচক্ষে দেখছেন আপনারা।
ডিসি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, আজকে গ্রামের পথে হেঁটে গেলে কাউকে ছেঁড়া লুঙ্গি বা শাড়ি পরে চলতে দেখা যায় না। ১০ বছর আগেও তা দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এবং ৬০ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসুল রহমান, ইউএনও মুনিবুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, আমীর বিশ্বাস, আনিস শরীফ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
বিএসডি/এমএম