নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল অনলাইন বুকিং সম্পর্কিত সেবা চালুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটন প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে মোবাইল অ্যাপ চালু করা হবে। এ অ্যাপের মাধ্যমে পর্যটন সংক্রান্ত সেবা কার্যক্রম চালু করা হবে। পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল রিজার্ভেশনের সেবা ওয়েবসাইট চালু করতে যাচ্ছে। বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালন ও সেবায় নানা পরিবর্তন এসেছে। চাহিদার প্রেক্ষিতে এর সেবা আধুনিকায়ন করার ব্যবস্থা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলের অনলাইন (www.hotels.gov.bd) বুকিং সিস্টেম উদ্বোধন করা হলো।
প্রতিমন্ত্রী বলেন, ওয়েবসাইটটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকরা বাংলাদেশ হোটেলের রুম বুকিং ও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অবকাঠামোগত, পরিচালন উন্নয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ঐকান্তিক ইচ্ছায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঢাকার শেরেবাংলা নগরে নিজস্ব মালিকানাধীন অত্যাধুনিক পর্যটন ভবন পেয়েছে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এ সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিএসডি/এমএম