ক্যাম্পাস ডেস্ক:
স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
রবিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে সশরীরে শ্রেণি পাঠদান শুরু হয়েছে। এর আগে অনলাইনে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালু রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। সশরীরে ক্লাস নিতে পেরে শিক্ষকরাও আনন্দিত। এদিন নানা আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটগুলো। এ সময় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
সশরীরে ক্লাস শুরুর প্রথম দিনে ক্যাম্পাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকবৃন্দ।
উপাচার্য বলেন, হল খোলার পর আজ থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরাই ক্যাম্পাসের প্রাণ। সশরীরে ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে। গত দেড় বছর ধরে আমরা অনলাইনে ক্লাস পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালিয়েছি। অনলাইনে পাঠদান হলেও শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের যে আনন্দ সেটি ছিল না।