নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মুহাম্মদ তবিবুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তার স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে।
বন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি মাসে সাফারি পার্কটিতে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় গতকাল সাফারি পার্কে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। সেখানে গিয়ে জানতে পারেন এ মাসে একটি বাঘও মারা গেছে, যা গোপন রাখা হয়। এসময় সংসদ সদস্য কর্মকর্তাদের অবহেলা ও অভ্যন্তরীণ কোন্দল থাকার সন্দেহ পোষন করে জেব্রা হত্যা করা হয়েছে বলে দাবি করেন।
সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এসময় পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য তদন্ত কমিটির সদস্যদের বলেন। সংসদ সদস্য বলেন, এটি একটি হত্যার ঘটনা এবং ক্রিমিনাল অফেন্স। এজন্য সংসদ সদস্য বাদি হয়ে থানায় মামলা করবেন।
বিএসডি/ এলএল