স্পোর্টস ডেস্ক:
অধিনায়ক জামাল ভূঁইয়া দেশ ছাড়ার আগেই বলে গেছেন সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধার ছাড়া কিছু ভাবছেন না। সেই লক্ষ্যের প্রথম ধাপ হিসেবে শ্রীলঙ্কা বধের মিশনে নেমেছে বাংলাদেশ দল।
নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে এটিই বাংলাদেশ প্রথম ম্যাচ। বসুন্ধরা কিংস থেকে ৩ মাসের জন্য জাতীয় দলের দায়িত্বে আসা অস্কারের অভিষেক ম্যাচটা নিয়ে আগ্রহ ছিল সবার।
ম্যাচে কোচ অস্কার ভরসা রেখেছেন তার কিংস গোলমুখের অতন্দ্র প্রহরী আনিসুর রহমান জিকোর ওপর। রক্ষণে আছেন তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, তারিক কাজী ও বিশ্বনাথ ঘোষ। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়া তো আছেনই, সঙ্গে আছেন রাকিব ও জুয়েল। আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহীম, বিপলু আহমেদের সঙ্গে আছেন সুমন রেজা।
সাফে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে সমর্থকদেরকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখেছিলেন অধিনায়ক জামাল। তাকে হতাশ করেননি মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা। ম্যাচ শুরুর অনেক আগে থেকেই দেশের সমর্থনে পৌঁছে গেছেন সমর্থকরা।
খেলা শুরুর পর বলের দখলে দেখা যাচ্ছে বাংলাদেশেরই আধিপত্য। তবে স্কোরিং সমস্যা মেটেনি এখনো। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ মিনিট পেরিয়ে গেলেও বাংলাদেশ পায়নি গোলের দেখা।