জ্যেষ্ঠ প্রতিবেদক, মালদ্বীপ থেকে:
খেলাধূলার অন্যতম আকর্ষণ জার্সি। জাতীয় ফুটবল দলের জার্সির প্রতি ফুটবলপ্রেমীদের আকর্ষণ আরো বেশি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জার্সির উন্মুক্ত ডিজাইন আহ্বান করেছিল। প্রায় দেড় শতাধিক জার্সির ডিজাইন জমা পড়ে। সেখান থেকে যাচাই বাছাই করে একটি হোম ও অ্যাওয়ে জার্সি নির্বাচন করা হয়।
বাফুফে জাতীয় দল কমিটি এই জার্সি চূড়ান্ত করেছে কিছু দিন আগে। আজ দুপুরে মালের জেন্টস হোটেলে নতুন জার্সিতে পোজ জামাল ভূঁইয়া ও তপু বর্মণরা। হোম জার্সিতে সবুজের মধ্যে ডোরা কাটা লাল দাগ। আর অ্যাওয়ে জার্সিতে লাল দুই কাঁধের অংশে সবুজ।
নারায়ণগঞ্জের সুব্রত দাশের ডিজাইন করা হোম জার্সি এবং সিলেটের স্বপন আহমেদের অ্যাওয়ে জার্সি নির্বাচিত হয়েছে। এই দু’জন বিজয়ী আর্থিকভাবে পুরস্কৃত হওয়া ছাড়াও জাতীয় দলের সঙ্গে নৈশভোজ, ফটোসেশন ও অটোগ্রাফ পাবেন।
জাতীয় দলের সুন্দর জার্সির বিষয়ে ফেডারেশন উদাসীন ছিল। অনেক দিন পর একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে বাফুফে জামালদের নতুন জার্সি বেছে ছিল। নতুন জার্সিতে জামালরা ফুটবলপ্রেমীদের আরো উৎসবের উপলক্ষ্য এনে দেবেন সেটাই প্রত্যাশা।