নিজস্ব প্রতিবেদক
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি ও তার স্বামী তাওফিক নেওয়াজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। ডা. দিপু মনি সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রী হওয়ার আগে শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, ডা. দিপু মনি মন্ত্রীর দায়িত্বে থাকার সময়ে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে ২৮টি অ্যাকাউন্টের মাধ্যমে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে, স্বামী তাওফিক নেওয়াজ স্ত্রী ডা. দিপু মনির ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।