সাভার প্রতিনিধিঃ
সাভারে দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে পাষণ্ড স্ত্রী ফরিদা বেগম (২৭)। আজ সোমবার দুপুরে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। প্রায় দশ দিন পর আশঙ্কাজনক অবস্থায় পুলিশ স্বামী আমিনুল ইসলামকে (৩০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গি থানার রতনাই বাঘা গ্রামের হাশেম আলীর ছেলে।
তিনি সাভার ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসাবে কাজ করতেন। অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগম একই জেলার পাংশা থানার হরিনা ডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজি আই পোশাক কারখানায় অপারেটর হিসাবে চাকুরী করেন । পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে গত কয়েকদিন ধরে আমিনুল ও তার স্ত্রী ফরিদা ঝগরা করে আসছিলো ।
গত ১৯ নভেম্বর রাতে নিজ ঘরে আমিনুল ঘুমিয়ে থাকলে তার স্ত্রী গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ঢেলে দেন। এসময় মুহুর্তের মধ্যে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তার চিৎকারে বাড়িওয়ালা ঘরে গিয়ে মুমূর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে। তখন চিকিৎসার জন্য হেমায়েতপুর জামাল ক্লিনিক হাসপাতালে তাকে ভর্তি করে । অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্বামীকে তার স্ত্রী বাসায় নিয়ে আসে আত্মগোপন করে।
স্থানীয়রা বর্তমান সময় কে জানায়, রাতে আমিনুল ঘুমিয়ে পড়লে স্ত্রী ফরিদা বেগম তার স্বামীর গায়ে রান্নার গরম তেল ঢেলে দেয়। প্রায় ১০ দিন ঘরেই বিনা চিকিৎসায় পড়ে ছিল আমিনুল। পরে তারা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ আমিনুলকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায়। এ ঘটনায় ট্যানারি পুলিশ ফাঁড়ির (এস আই) সুজন সিকদার বলেন, বর্তমানে আমিনুলের স্ত্রী ফরিদা পুলিশ হেফাজতে রয়েছে। আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
বিএসডি/আআই