সাভার প্রতিনিধি:
সাভারে রাজফুলবাড়িয়া এলাকায় চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতাররা আসামীরা হলেন, ফরিদপুর জেলার ওবায়দুর রহমান (৩৫), টাঙ্গাইল জেলার শরীফ (৩৯), দেলোয়ার হোসেন (৪৮) ও আজমত খান (৪২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চাকুরী নিয়োগের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র, আইডি কার্ড, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে পরিহিত ছবি, দলিল তৈরীর স্ট্যাম্প পেপার নেমপ্লেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের নাম সম্বলিত চেকের পাতা, একটি ব্যাংকের চেক বই এবং ০১ টি মোটরসাইকেলসহ প্রতারক চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা সংঘবদ্ধভাবে উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে চাকুরি প্রত্যাশী গরিব, অসহায়, নিম্ম মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, গ্রেফতারকৃত আসামীরা সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।