সাভার প্রতিনিধি:
সাভারে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য বিশেষ স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১অক্টোবর) পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে দারগা আলীর বাড়িতে সাভার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এই স্যাটেলাইট ক্লিনিকে পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, প্রসূতি সেবা, নবজাতক ও কিশোর কিশোরী সেবা, পুষ্টি তথ্য ও স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আজকে ২৫০টি পরিবারের মাঝে এসেবা প্রদান করা হয়েছে। আজকে যারা এই ক্লিনিকের সুবিধা পেয়েছেন তারা বেশিভাগই অন্যের বাসা বাড়িতে কাজ করেন। স্বল্প আয়ের মানুষ হওয়ায় তাদের পক্ষে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুযোগ হয়না। তৃণমূল পর্যায়ে তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দিতে আমরাই ছুটে যাই। তিনি আরও বলেন, সাভার উপজেলায় প্রতি মাসে নিয়মিত ভাবে ৯২টি স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে কয়েক হাজার পরিবার সুবিধাভোগ করে আসছে।
প্রধান অতিথি ইউএনও মাজহারুল ইসলাম সকলকে সঠিক সময়ে সঠিক উপায়ে স্বাস্থ্য সেবা নেয়ার পরামর্শ প্রদান করেন। দরিদ্রদের পাশে এভাবে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়কে সাধুবাদ জানান তিনি।
বিএসডি /আইপি