সাভার প্রতিনিধি:
সাভারের আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
গ্রেফতারকৃত আসামী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. সালমান হোসেন (২৭)। সে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।
এসময় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সোমবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। তখন ৩১ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার এবং ৫ টি মোবাইলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে এবং পরে প্রাইভেটকার দিয়ে আশেপাশের মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা বিক্রি করে আসছিলো।
তিনি আরও বলেন, আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে র্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএসডি/ইয়াসিন/আইপি