আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দামেস্কের দুটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কের মাজ্জেহ জেলায় এই হামলা চালিয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে।
ব্রিটেন-ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের মাজেহ জেলার একাধিক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়াও রাজধানীর উপকণ্ঠে একই ধরনের হামলার খবর দিয়েছে সংস্থাটি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দামেস্কের মাজেহ জেলায় ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। একই দিনে সিরিয়ার কুদসায়া এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হয়েছেন। তবে এই হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী-নিয়ন্ত্রিত রেডিও জানিয়েছে, দামেস্কে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সদরদপ্তর ও তাদের অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েল গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় হামলা বাড়িয়েছে ইসরায়েল।