সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বহির্বিশ্বে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দেশেও সংক্রমণ কিছুটা বেড়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।
বিএসডি/ এলএল
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে দুই দিন ধরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্তের হার ২ দশমিক ৮৮। এর আগের ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল ৩ দশমিক ১৪। বিভাগে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ১৪৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। বৃহস্পতিবার বেলা দুইটায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবরের পর থেকে করোনা সংক্রমণ ১ শতাংশের নিচে অবস্থান করছিল। ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। ২৯ ডিসেম্বর করোনা শনাক্ত ১ শতাংশ অতিক্রম করে। আর গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়ায় ২ দশমিক ৮৮। তবে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কারও মৃত্যু হয়নি। বর্তমানে সিলেট বিভাগে করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন ১০ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বহির্বিশ্বে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দেশেও সংক্রমণ কিছুটা বেড়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।
বিএসডি/ এলএল