সিলেট প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপি ও নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি গণ-অনশন পালন করছে। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা ও ১০টা থেকে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন।
রেজিস্ট্রারি মাঠে কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীম, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী উপস্থিত রয়েছেন।
অপরদিকে কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, দুর্নীতি মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়।
এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে বিএনপির নেতারা খালেদা জিয়ার শর্তসাপেক্ষে এ মুক্তিকে ‘গৃহবন্দি’ বলছেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্তও দেওয়া হয়েছে।
বিএসডি/এসএসএ