নিজস্ব প্রতিবেদক:
সীমানা জটিলতায় আটকে গেছে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার সাধারণ নির্বাচন। আগামী ২৮ নভেম্বর এই পৌরসভার ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন কমিশন (ইসি) তাড়াশ পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ইসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসি জানায়, আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণের জন্য নির্ধারিত সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা সাধারণ নির্বাচন চূড়ান্ত সীমানা নির্ধারণসহ ভোটার তালিকা পুনর্বিন্যাস জনিত জটিলতার কারণে ওই পৌরসভার মেয়র পদসহ সব পদের নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।
ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর দেশের ১০টি পৌরসভায় ভোটগ্রহণের কথা ছিল। এর মধ্যে তাড়াশ পৌরসভার ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওইদিন ৯টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
পৌরসভাগুলো হচ্ছে- লক্ষ্মীপুর সদর, পাবনার বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর ও নীলফামারী জেলার নীলফামারী পৌরসভা।
বিএসডি/আইপি