খেলাধূলা প্রতিনিধি:
আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া, না পাওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে অনেক জল্পনা-কল্পনা। তবে হোম সিরিজে বাঁহাতি এ অলরাউন্ডারের অংশগ্রহণের সুস্পষ্ট ইঙ্গিত মিললো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কারণে। সুপার লিগ পর্বে শেষ চার ম্যাচ খেলতে আজ বুধবার (২০ এপ্রিল) দেশে ফিরছেন সাকিব।
মাশরাফি বিন মুর্তজার দল লেজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তিনি। মঙ্গলবার ক্লাবটির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে মোহামেডানে নাম লেখান সাকিব। কিন্তু পারিবারিক কারণে ক্লাবের হয়ে একটি ম্যাচও খেলেননি তিনি। এদিকে, মোহামেডানও সুপার লিগে ওঠেনি। তাই মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের মতোই ক্লাব পরিবর্তন করে সুপার লিগে খেলতে চান সাকিব।
মোহামেডানও ছেড়ে দিচ্ছে এই অলরাউন্ডারকে। ক্লাবের ক্রিকেট কমিটির সমন্বয়ক এ জি এম সাব্বির এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত রাতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব আল হাসান। তিনি বলেছেন, এই সিজনে আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু মোহামেডান কোয়ালিফাই না করায় আমি সুপার লিগের যে কোনো একটি দলে খেলতে চাই। পরে জানিয়েছেন, লেজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তার কথা হয়েছে। তার অনাপত্তিপত্র চাওয়ার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অব্যাহতি দেওয়ার।’
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলার পর থেকেই ক্রিকেটের বাইরে সাকিব। সুপার লিগে খেলে নিজেকে প্রস্ত্তত করার সুযোগটা নিতে চান তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর বড় মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। আজ দেশে ফিরছেন তিনি।
চলমান প্রিমিয়ার লিগে ৮টি জয়ে দ্বিতীয় স্হানে আছে মাশরাফির রূপগঞ্জ। শীর্ষে থাকা শেখ জামালের জয় ১০টি। ১৩ বছর পর আবারও প্রিমিয়ার লিগে একই দলে দেখা যাবে সাকিব-মাশরাফিকে। ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনা দলে একসঙ্গে খেলেছিলেন তারা।
বিএসডি/ এমআর