জ্যেষ্ঠ প্রতিবেদক:
সেচের আধুনিকীকরণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১ কোটি ৩৫ লাখ ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং এ চুক্তিতে সই করেছেন বলে আজ বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলমান ৪ কোটি ৬০ লাখ ডলারের একটি সেচ ব্যবস্থাপনা প্রকল্পকে এগিয়ে নিতে বড় আকারের সেচ প্রকল্পের ব্যবস্থাপনা, পরিচালনা, বন্যা থেকে জমি রক্ষার কাজে এ ঋণের অর্থ ব্যবহার হবে।
এডিবি জানায়, এ প্রকল্পে ১৭ কিলোমিটার উপকূলীয় বাঁধ মেরামত, ৪০০ কিলোমিটারের বেশি খাল ও নালা পুনঃখনন, ২০২৪ সালের মধ্যে মুহুরি সেচ ব্যবস্থার অধীনে শুষ্ক-মৌসুমে সেচের এলাকা ৬০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার হেক্টরে উন্নীত করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং বলেন, ‘এই ঋণের অর্থে উদ্ভাবনী অবকাঠামোর আধুনিকীকরণ করা হবে। যেমন ডিজেল মোটর পাম্প বদলে বৈদ্যুতিক পাম্প ব্যবহার, প্রিপেইড কার্ড মিটার সিস্টেম ইত্যাদি।’
বিএসডি/এসএফ