আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ করেছে সৌদি আরব। রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের কাছে তাদের ভূমির গুরুত্ব অনুধাবন করার মতো মানসিক পরিপক্বতা নেই চরমপন্থি দখলদার গোষ্ঠীর। ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্বের সঙ্গে গাজার ঐতিহাসিক ও আইনি সম্পর্ক অনেক গভীর।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সৌদি ভূখণ্ডকে আপাত রসিকতাচ্ছলে ফিলিস্তিনি রাষ্ট্র বলে মন্তব্য করেন। এরপর তিনি নিজের বক্তব্য শুধরে নিলেও বিষয়টি ভালোভাবে নেয়নি রিয়াদ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূমিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি কোনও ইঙ্গিত করা হয়নি।
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা প্রস্তাব উত্থাপন করার পর থেকেই তাতে সায় দিয়ে আসছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরামর্শ দিয়েছেন।
এসব পরামর্শের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান ও মিসর। ইসরায়েলি বক্তব্য সৌদি আরবের সার্বভৌমত্বকে অবজ্ঞা করছে বলেও মন্তব্য করেছে কায়রো। নেতানিয়াহুর বক্তব্যে ‘ভ্রাতৃপ্রতিম’ দেশের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে রিয়াদ।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য মিসর ও জর্ডানকেও তাদের সীমানা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
গত মঙ্গলবার গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে মধ্যপ্রাচ্যের অন্য কোথাও পুনর্বাসন ও যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে আরব দেশগুলো বিভিন্ন দফায় তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করে আসছে। হামাস ও ইসরায়েলের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন তার এই প্রস্তাব পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে সাম্প্রতিক বাদানুবাদে এটাই রিয়াদের প্রথম প্রতিবাদমূলক বিবৃতি নয়। এর আগে ট্রাম্পের অন্য এক বক্তব্যের সমালোচনা করেছিল তারা।
এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ফিলিস্তিন নিয়ে কোনও পূর্বশর্ত আরোপ করেনি সৌদি। তার এই বক্তব্যের বিরোধিতা করে রিয়াদ জানায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনও স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে না তারা।