স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের কারণে চলতি বছর প্রতিযোগিতা চলার মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১। আগামীকাল পুনরায় শুরু হচ্ছে স্থগিত হওয়া আসর। এর আগে দেখে নেয়া যাক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও উইকেটকিপিং সংক্রান্ত যাবতীয় তথ্য-পরিসংখ্যান।
অরেঞ্জ ক্যাপ
৮ ম্যাচে সবচেয়ে বেশি ৩৮০ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান।
পার্পল ক্যাপ
৭ ম্যাচে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দখল নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল।
ব্যাটিংয়ে যত রেকর্ড:
১. টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬টি ছক্কা হাঁকিয়েছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল।
২. টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪৩টি চার মেরেছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান।
৩. এক ওভারে সবচেয়ে বেশি ৩৬ রান তুলেছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।
৪. এক ম্যাচে সবচেয়ে বেশি ৮টি ছক্কা মেরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড।
৫. এক ম্যাচে সবচেয়ে বেশি ১৩টি চার মেরেছেন শিখর ধাওয়ান।
৬. সবচেয়ে বেশি ৪টি করে হাফ-সেঞ্চুরি করেছেন পাঞ্জাবের লোকেশ রাহুল ও চেন্নাইয়ের ফাফ ডু প্লেসি।
৭. একটি করে সেঞ্চুরি করেছেন রাজস্থানের সাঞ্জু স্যামসন, জস বাটলার ও আরসিবির দেবদূত পাডিক্কাল।
৮. পাডিক্কালের ৫১ বলে শতরান চলতি মৌসুমের দ্রুততম।
৯. পোলার্ডের ১৭ বলে হাফ-সেঞ্চুরি চলতি মৌসুমের দ্রুততম।
১০. বাটলারের ১২৪ চলতি মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
১১. সবচেয়ে বড় ১০৫ মিটার ছক্কা মেরেছেন পোলার্ড।
বোলিংয়ে যত রেকর্ড:
১. সবচেয়ে বেশি ২টি মেডেন ওভার নিয়েছেন ইশান্ত শর্মা।
২. সবচেয়ে বেশি ৭৬টি ডট বল করেছেন মোহাম্মদ শামি।
৩. এক ম্যাচে সবচেয়ে বেশি ১৮টি করে ডট বল করেছেন দীপক চাহার ও ক্রিস মরিস।
৪. সবচেয়ে কৃপণ বোলিং করেছেন ইমরান তাহির (ইকোনমি রেট ৪.০০)।
৫. রাসেলের ১৫ রানে ৫ উইকেট চলতি আইপিএলের সেরা বোলিং পারফরম্যান্স।
৬. রাবাদার ১৪৮.৭৩ কিলোমিটার প্রতি ঘণ্টার বল চলতি আইপিএলের সবচেয়ে গতিশীল বল।
৭. এক ম্যাচে সবচেয়ে বেশি ৬২ রান খরচ করেছেন লুঙ্গি এনগিদি।
৮. আন্দ্রে রাসেল ও হার্শাল প্যাটেল ১ বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
৯. দীপক চাহার দুইবার ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন।
ফিল্ডিংয়ে যত রেকর্ড:
১. টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৮টি করে ক্যাচ ধরেছেন রবীন্দ্র জাদেজা ও শিখর ধাওয়ান।
২. এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি ক্যাচ ধরেছেন রবীন্দ্র জাদেজা।
উইকেটকিপিংয়ে যত রেকর্ড:
১. উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকার এবি ডি ভিলিয়ার্সের। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি ক্যাচ ধরেছেন তিনি। তবে কোনো স্ট্যাম্পিং করেননি।
২. সবচেয়ে বেশি ২টি করে স্ট্যাম্পিং আউট করেছেন রিশাভ পান্ট ও কুইন্টন ডি কক।
৩. এক ম্যাচে সবচেয়ে বেশি ৩টি করে শিকার ধরেছেন পান্ট, ধোনি ও ডি ভিলিয়ার্স।
বিএসডি/এমএম